بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>গ্রাহকরা
টাকা লেনদেনের
ক্ষেত্রে ব্যাংকিং
প্রযুক্তির উন্নতির জন্য আম
আদমি ডিজিটাল
লেনদেনের দিকেই
ঝুঁকছে।
>
>ই-ওয়ালেটের
অ্যাপগুলি ব্যবহারেও
স্বচ্ছন্দ হয়ে উঠছেন।
>
>আর
সে কথা মাথায় রেখেই
ফেসবুক
হোয়াটসঅ্যাপকেও ই-
ওয়ালেটের ভূমিকায়
অবতীর্ণ করার সিদ্ধান্ত
নেয়।
>
>কিন্তু অনেকেরই
কৌতূহল অন্যকে এই
মাধ্যমে টাকা
পাঠাতে গেলে কি
অতিরিক্ত অর্থ খরচ করতে
হবে।
>
>মানে এক
অ্যাকাউন্ট থেকে অন্য
অ্যাকাউন্টে টাকা
যাওয়ার জন্য অতিরিক্ত
চার্জ দিতে হবে।
>
>এবার
ফেসবুকের সিইও মার্ক
জুকারবার্গ সরাসরি
ইউজারদের কৌতূহল
মেটালেন।
>
>হোয়াটসঅ্যাপ ন্যাশনাল
পেমেন্ট কর্পোরেশন অফ
ইন্ডিয়ার (NPCI) তরফে অর্থ
লেনদেনের ক্ষেত্রে সবুজ
সংকেত পাওয়ার পরই
বৃহস্পতিবার জুকারবার্গ
ইউজারদের প্রশ্নের উত্তর
দেন।
>
>তিনি
জানিয়েছেন যে এই
মেসেজিং অ্যাপের
মাধ্যমে টাকা
পাঠাতে কোনও
অতিরিক্ত অর্থ লাগবে
না।
>
>১৪০টিরও বেশি
ব্যাংকের সঙ্গে
গাঁটছড়া বেঁধেছে
হোয়াটসঅ্যাপ
ইউজারদের সুবিধার জন্য।
>
>জুকারবার্গের কথায়,
হোয়াটসঅ্যাপ ঠিক যত
সহজে একটি মেসেজ
অন্যকে পাঠিয়ে দেন,
ঠিক সেভাবেই এখন
থেকে বন্ধু কিংবা
পরিবারকে টাকা
পাঠিয়ে দিতে
পারবেন।
>
>তার জন্য কোনও
টাকা খরচ করতে হবে
না।
>
>১৪০টি ব্যাংক কে
হোয়াটসঅ্যাপ নিজের
পাশে পেয়েছে।
>
>আর এই
প্ল্যাটফর্মকে আপনারা
অনেকখানি বিশ্বাস
করেন।
>
>তাই ব্যক্তিগত জন্য
যে সুরক্ষিত থাকবে, সে
বিষয়ে নিশ্চিত থাকতে
পারেন।
>
>এবার জানা জরুরি যে
আপনার কী কী লাগবে
টাকা পাঠাতে গেলে।
>
>যে কোনও ব্যাংকের
একটি ডেবিট কার্ড হলেই
চলবে বলে জানাচ্ছেন
ফেসবুক সিইও।
>
>যা UPI
সাপোর্ট করে।
>
>হোয়াটসঅ্যাপটি আপডেট
করে নিলেই নয়া
ফিচারটি পাওয়া
যাবে।
>
>মোট দশটি
ভাষায় ভারতীয়
ইউজাররা টাকা
লেনদেনের সুযোগ
পাবেন।
>
>এদেশে
হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীর সংখ্যা
লাফিয়ে বাড়ছে।
>
>ডিজিটাল লেনদেনের
প্রবণতা একইরকমভাবে
ঊর্ধ্বমুখী।
>
>আর ঠিক এই
কারণেই নিজেদের নয়া
ফিচারটি পরীক্ষা-
নিরীক্ষার জন্য
হোয়াটসঅ্যাপ ভারতকে
প্রথম দেশ হিসেবে
বেছে নিয়েছে।
>
>জুকারবার্গ বলেছেন যে
আগামি দিনে
পরিকল্পনা রয়েছে
পেমেন্ট পদ্ধতি আরও সহজ
করার।
>
>আর খুব শিগগির এই ফিচারটি বাংলাদেশেও চালু করা হবে। তো বন্ধুরা এইছিল বিস্তারিত।
>
>ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 5, 2021)
|
114 Views
|