প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
নতুন সুপার ফলো ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে টুইটার । সম্প্রতি এ ব্যাপারে নিজে থেকে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার ।
নতুন সুপার ফলো ফিচারের দৌলতে বাড়তি টুইট পেতে পারেন ইউজাররা, কোনো কমিউনিটিতে যোগ দিতে পারেন, বা নিউজলেটার হাতে আসতে পারে তাদের । বিনিয়োগকারীদের জন্য আয়োজিত এক ভার্চুয়াল আয়োজনে নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানিয়েছে টুইটার ।
দীর্ঘ সময় পর প্রথমবারের মতো এমন নতুন সুপার ফলো ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে টুইটার । সম্প্রতি এ ব্যাপারে নিজে থেকেই জানিয়েছে মাইক্রোব্লগিং সাইট ।
একটি পন্থার কথা জানালো টুইটার যা গোটা সাইটের ইউজারদের অভিজ্ঞতায় প্রভাব ফেলবে । সুপার ফলো ফিচার বাদেও লাইভ অডিও আলোচনা নির্ভর সার্ভিস পরীক্ষার ব্যাপারে জানিয়েছে টুইটার । এরই মধ্যে ওই একই ধাঁচের সার্ভিস ক্লাবহাউস গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে ।
টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি বলেছেন,মানুষ কেন বিশ্বাস করেন না, সে বিষয়টি নিয়ে টুইটার কাজ করে না কেন, সবমিলয়ে তিন ধরনের সমালোচনা রয়েছে, তা হলো টুইটার ধীরগতির, উদ্ভাবনী নই এবং বিশ্বস্ত নই । টুইটার ২০০৬ সালে যাত্রা শুরু করলেও ২০১৮ সালে প্রথমবারের মতো লাভের মুখ দেখার কথা জানায় । ২০২৩ সাল নাগাদ আয় দ্বিগুণ করার প্রত্যাশাও ব্যক্ত করেছে সাইটটি । খবরটি টুইটার ইউজারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে । টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, এ বছরই চলে আসার কথা রয়েছে সুপার ফলো ফিচারটির ।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
11 Like |
Mar 19, 2021 | No Comments | 413 Views
Mar 11, 2021 | No Comments | 157 Views
Mar 9, 2021 | No Comments | 216 Views
Mar 8, 2021 | No Comments | 234 Views