بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>বাইরের গরম থেকে বাসায় ঢুকে এসির রিমোট খুঁজে পাচ্ছেন না বলে রেগে যাওয়ার দিন বোধহয় শেষ হচ্ছে।
>
>দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভয়েস কমান্ড গ্রহণ করতে পারে এমন এসি তৈরি করেছে।
>
>ফলে রিমোট খুঁজে না পেলেও এসি অন করতে আর সমস্যা হবে না।
>
>আসুন জেনে নেই বিস্তারিত।
>
>সম্প্রতি ওয়ালটন জানিয়েছে, তারা এমন একটি এসি তৈরি করেছেন, যেটিকে ভয়েস কমান্ড দিয়ে চালানো যাবে।
>
>একই সাথে “ওশেনাস সিরিজের” এই এসিগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ইনভার্টারও ব্যবহার করা হয়েছে।
>
>ওয়ালটন জানিয়েছে, “হ্যালো ওয়ালটন” বললে এই সিরিজের এসিগুলো অ্যাকটিভ মোডে চলে যাবে এবং “এসি স্টার্ট” বললে এসিগুলো চালু হবে, “কুল মোড” বললে এসি ঘর ঠাণ্ডা করার মোডে চলে যাবে।
>
>এ ছাড়া তাপমাত্রা কমাতে বাড়াতে “টোয়েন্টি ডিগ্রি” বা প্রয়োজনীয় ডিগ্রির পরিমাণ সংখ্যায় উচ্চারণ করলেই হবে।
>
>এসি বন্ধ করতে চাইলে “এসি অফ” বললেই হবে।
>
>একটি কমান্ড দেওয়ার তিন সেকেন্ড পর অন্য কমান্ড দেওয়া যাবে।
>
>দেশের বাজারে ওয়ালটনের আগে আর কোনো প্রতিষ্ঠান ভয়েস অ্যাকটিভ এসি আনেনি।
>
>ওয়ালটন আশা করছে, নতুন প্রযুক্তির এই এসি বাংলাদেশের ক্রেতাদের দারুণভাবে আকৃষ্ট করবে।
>
>তো এই ছিল বিস্তারিত।
>
>ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 8, 2021)
|
188 Views
|