بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসায় সব জায়গায় অফিস খুলতে শুরু করেছে।
>
>তবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টুইটার হাঁটছে ভিন্ন পথে।
>
>করোনা পরবর্তী ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
>
>প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কর্মীদের জানানো হয়েছে, তারা চাইলে আজীবন বাসা থেকেই কাজ চালিয়ে যেতে পারবেন।
>
>বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, টুইটার কর্তৃপক্ষ বলছে, তারা লকডাউন পরিস্থিতিতে বাড়ি বসে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) যে পদক্ষেপ নিয়েছিল, তা ব্যাপক সাফল্য পেয়েছে।
>
>তাই তারা কর্মীদের ইচ্ছানুযায়ী আজীবন বাড়ি বসে কাজের সুযোগ বহাল রাখবে।
>
>তবে কেউ যদি অফিস খোলার পর ফিরতে চান, সে ব্যবস্থাও থাকবে।
>
>এর আগে এ মাসের শুরুর দিকে গুগল ও ফেসবুক জানিয়েছে, তাদের কর্মীরা বাসা থেকে কাজ করতে পারবেন।
>
>বাসা থেকে কাজ করার ঘোষণায় টুইটার বলেছে, ‘গত কয়েক মাসে এটা প্রমাণিত হয়েছে যে, আমরা এটা (বাসা থেকে কাজ) করতে পারছি।
>
>সুতরাং আমাদের কর্মীরা যদি বাসা থেকে কাজ করার মতো দায়িত্ব ও পরিস্থিতিতে থাকে এবং তারা যদি বাড়িতে বসেই আজীবন কাজ করতে চায়, আমরা সেই ব্যবস্থা করবো।’
>
>ঘোষণায় বলা হয়, যেসব কর্মীরা অফিস করতে আগ্রহী, টুইটার তাদের সেই ইচ্ছাকেও স্বাগত জানাবে।
>
>তবে সেক্ষেত্রে কিছু অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে।
>
>এদিকে স্থায়ীভাবে বাসা থেকে অফিস করার টুইটারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
>
>প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন ডিজিটাল উদ্ভাবন বিশেষজ্ঞরা।
>
>স্টোকি ব্রুক ইউনিভার্সিটির স্কুল অব জার্নালিজমের এই ভিজিটিং প্রফেসর বলছেন, ‘অনেকে হয়তো টুইটারের মতো এত গভীরভাবে বিষয়টিকে গ্রহণ করেনি।
>
>তবে কাজের পরিবেশ কীভাবে আরামদায়ক করে তোলা যায়, তা নিয়ে সিলিকন ভ্যালির এই কোম্পানির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
>
>তিনি বলেন, ‘একটা ধারণা আছে যে, বাসা থেকে কাজ করার মানে হলো কাজে ফাঁকি দেওয়া এবং অফিসে চেহারা দেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
>
>কিন্তু কর্মীরা এখন প্রমাণ করছেন যে, তারা বাসা থেকেও ভালো কাজ করতে পারেন এবং প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করতে পারেন।
>
>অনেকেই আমাকে বলেছেন, বাড়িতে তাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে।
>
>তারা ক্লান্ত হয়ে পড়ছেন।
>
>বিশ্বজুড়েই কোম্পানিগুলো এখন উপায় বের করার চেষ্টা করছে, কীভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আস্তে আস্তে অফিসগুলো পুনরায় চালু করা যায়।
>
>উল্লেখ্য, বিশ্বজুড়ে ৪ হাজারের বেশি কর্মী সানফ্রান্সিকোভিত্তিক প্রতিষ্ঠান টুইটারে কাজ করেন। মার্চ মাস থেকে কর্মীদের বাড়িতে বসে কাজের সুযোগ দেয় টুইটার।
>
>সেপ্টেম্বর নাগাদ অফিস খোলার পরিকল্পনা রয়েছে তাদের।
>
>ধন্যবাদ সবাইকে আমার পোষ্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 11, 2021)
|
153 Views
|