بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
তো কথা না বাড়িয়ে স্টেপ মতো কাজ শুরু করি।
স্টেপ ০১ঃ প্রথমে একটা জিমেইল বা ফেসবুক আইডি খুলে নিন যেটাতে আপনি ফ্রি ফায়ার এর নতুন আইডি খুলবেন।
স্টেপ ০২ঃ তারপর নিচের লিংক থেকে AZ Vpn টি ডাইনলোড করুন।
Download Az Vpn
স্টেপ ০৩ঃ ভিপিএন টি ইনস্টল করুন এবং ওপেন করে যে যে পারমিশন চাচ্ছে তা Allow করে দিন।
স্টেপ ০৪ঃ Best Choice এই লেখাটিতে ক্লিক করুন।

স্টেপ ০৫ঃ Region 1 এ ক্লিক করলে অনেক সার্ভার দেখতে পাবেন যেমন ব্রাজিল, সিংগাপুর, ইন্দোনেশিয়া ইত্যাদি।

স্টেপ ০৬ঃ আমি ইন্দোনেশিয়া সার্ভার এ আইডি খুলবো তাই ইন্দোনেশিয়া তে ক্লিক দিলাম। আপনি চাইলে অন্য সার্ভার ও আইডি খুলতে পারেন।
স্টেপ ০৭ঃ তারপর ভিপিএন টি কানেক্ট করে ফেলুন।

স্টেপ ০৮ঃ এবার ফ্রি ফায়ার ওপেন করুন। এখন আপনার নতুন ফেসবুক বা জিমেইল আইডি দিয়ে কানেক্ট করে নিন।

স্টেপ ০৯ঃ আপনি সফলভাবে নতুন সার্ভার এ একাউন্ট খুলে ফেলেছেন।
তো এই ছিলো আজকের ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট। পোস্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
আমার সাইটি পারলে ঘুরে আসবেন।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
2 years ago (January 20, 2021)
|
208 Views
|
good post
Thanks😍