بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আমরা অনেকেই নগদ একাউন্ট ব্যাবহার করে থাকি।
>
>আমাদের অনেকের নগদ একাউন্ট আছে।
>
>আমরা আমাদের দৈনন্দিন কাজে এটি ব্যাবহার করে থাকি।
>
>নগদ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের একটি সেবা।
>
>এটি সরকারি একটি সেবা।
>
>বিকাশ যেমন আমাদেরকে অনেক অফার দিয়ে থাকে, তেমন করে নগদও আমাদেরকে অনেক অফার দিয়ে থাকে।
>
>বর্তমানে নগদে চলছে একটি ধামাকা অফার,এই নিয়ে ভাবলাম একটা পোষ্ট করি Tipstrickbd তে তাই পোষ্ট করলাম আজকে।

কেনাকাটার
পেমেন্ট এখন খুব সহজ। evaly’র
কেনাকাটায় ‘নগদ’
পেমেন্টে উপভোগ করতে
পারবেন ১০% (সর্বোচ্চ
২,০০০ টাকা) ডিসকাউন্ট!
অফারটি চলাকালে evaly-
তে একজন গ্রাহক যতবার
‘নগদ’-এর মাধ্যমে
কেনাকাটার পেমেন্ট
করবেন, ততবারই ডিসকাউন্ট
পাবার সুযোগ পাবেন।
এই ডিসকাউন্ট অফারটি
চলবে ১৮ নভেম্বর, ২০২০
থেকে ৩১ মার্চ, ২০২১
পর্যন্ত।
ইভ্যালি-এর সাথে
ডিসকাউন্ট ক্যাম্পেইনের
শর্তাবলীঃ
‘নগদ’-এর গ্রাহকগণ
ইভ্যালি থেকে পণ্য
ক্রয় করলে প্রতিটি
চালানের (Invoice)
বিপরীতে ১০%
(সর্বোচ্চ ২০০০ টাকা
পর্যন্ত) ডিসকাউন্ট
উপভোগ করতে
পারবেন।
‘নগদ’-এর গ্রাহকগণ
অফারটি উপভোগ
করতে পারবেন যদি
তারা অনলাইনে
অর্থাৎ মার্চেন্টের
নিজস্ব ওয়েবসাইট বা
অ্যাপ ব্যাবহার করে
‘নগদ’ দ্বারা পেমেন্ট
করেন। তবে
এসএসএলকমার্জ-এর
পেমেন্ট গেটওয়ে
দ্বারা পেমেন্ট
করলে এই ডিসকাউন্ট-এর
জন্য প্রযোজ্য হবেনা।
‘নগদ’-এর গ্রাহকগণ
কেনাকাটার
ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপ
বা ইউএসএসডি-এর
মাধ্যমে পেমেন্ট
করলে এই ক্যাম্পেইন-এর
অন্তর্ভুক্ত হবেন না।
‘নগদ’-এর গ্রাহকগণ সকল
শর্ত পূরণ সাপেক্ষে এই
ক্যাম্পেইন
চলাকালীন সময়ে
একাধিকবার
ডিসকাউন্ট উপভোগ
করতে পারবেন।
এই ক্যাম্পেইনটি ১৮ই
নভেম্বর ২০২০ থেকে শুরু
হয়ে ৩১ মার্চ, ২০২১
পর্যন্ত চলবে।
এই ক্যাম্পেইনটিতে
অংশগ্রহণ করতে হলে
‘নগদ’-এর গ্রাহকের
অ্যাকাউন্টটি অবশ্যই
সচল থাকতে হবে।
‘নগদ’ এই শর্তাবলী
পরিবর্তন/পরিবর্ধন
করার কিংবা কোন
প্রকার পূর্ব ঘোষণা
ছাড়াই পুরো
ক্যাম্পেইনটি বাতিল
করার অধিকার
সংরক্ষণ করে।
এই ক্যাম্পেইন
সংক্রান্ত যে কোন
সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক
সংরক্ষিত এবং ‘নগদ’-এর
সিদ্ধান্তই চূড়ান্ত
বলে গণ্য হবে। বিষ্তারিত নগদ এর ওয়েবসাইটে। লিংকঃ
এখানে ক্লিক করে দেখে নিন
1 year ago (January 23, 2021)
|
107 Views
|
good post
Nice post