بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>মানুষের সব কিছু এক হয় না।
>
>সবার মাঝে কিছু আলাদা পার্থক্য আছে।
>
>আমাদের সবার চেহারা এক রকম হয় না।
>
>আমাদের অনেকের অনেক রকম রোগ ব্যাধিহয়।
>
>এর ফলে আমাদের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে।
>
>যেমন ঘা,ব্রনের দাগ,কাটার দাগ,সেলাই এর দাগ ইত্যাদি।
>
>এইগুলো আমাদের কারো ভালো লাগে না।
>
>যেহুতু আল্লাহ তায়ালা এইসব দিয়েছেন।
>
>নিষ্চয় তার প্রতিকারো দিয়েছেন।
>
>এই নিয়ে আমার আজকের পোষ্ট Tipstrickbd তে।
>
>তো দেরি না করে শুরু করা যাক।
>
> কোনো মানুষই চায় না যে,
তার শরীরের কিংবা
চেহারায় দাগ বা স্পট পড়ুন।
>
>কিন্তু মানুষের শরীরের
অনেক সময় বিভিন্ন কারণে
স্পট পড়ে থাকে।
>
>যা কখনো
যন্ত্রণাদায়ক হয় আবার
কখনো দেখতে খারাপ
লাগে।
>
>তাই শরীর ও
চেহারার অযাচিত দাগ ও
তার ক্ষতি থেকে মুক্ত
থাকতে কুরআনি আমল করা
যেতে পারে।
>
>অনাকাঙ্ক্ষিত দাগ থেকে
বেঁচে থাকতে এ দোয়া
পড়ুন।
ﻣُﺴَﻠَّﻤَﺔٌ ﻟَّﺎ ﺷِﻴَﺔَ ﻓِﻴْﻬَﺎ
উচ্চারণ : ‘মুসাল্লামাতুল লা
শিয়াতা ফিহি’
অর্থ : (সে রকম) সুস্থ, যাতে
কোনো খুঁত বা দোষ নেই।
(সুরা বাকারা : আয়াত ৭২)
>
>কোনো ব্যক্তির শরীরে
যদি অযাচিত কোনো দাগ
কিংবা যন্ত্রণাদায়ক স্পট
পড়ে তবে সে ব্যক্তি যেন এ
আয়াতাংশটি প্রতিদিন
৪১বার পড়ে।
>
>নিয়মিত এ
আমলের ফলে আল্লাহ তাআলা
তাকে শারীরিক যে
কোনো স্পট বা দাগ
কিংবা দাগের যন্ত্রণা ও
ক্ষতি থেকে মুক্ত রাখবেন।
>
>আল্লাহ তাআলা মানুষের
শরীরের যাবতীয় ক্ষতিকর ও
যন্ত্রণাদায়ক স্পট বা দাগ
থেকে মুক্ত থাকতে নিয়মিত
ছোট্ট এ দোয়াটির আমল
করার তাওফিক দান করুন।
আমিন।
>
>আমি জানি যে আজকের পোস্ট টি খুব ছোট হয়ে গেছে।
>
>তবুও শেষে একটি কথায় বলব যে,আপনারা নিয়মিত এই দোয়া টা আমল করবেন।
>
>আল্লাহ চাইলে নিশ্চয়ই ভালো হবে।
>
>ধন্যবাদ, আমার পোষ্ট টি মনযোগের সাথে পড়ার জন্য।
2 years ago (January 24, 2021)
|
87 Views
|