بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আমরা অনেকেই আছি YouTube
ব্যাবহার করে থাকি।
>
>আমরা কী জানি কেন এটা এত বেশি জনপ্রিয়, আসুন জেনে নেওয়া যাক।
>
>ভিডিও শেয়ারিং এর
জন্য পৃথিবীর সবচেয়ে
জনপ্রিয় সাইট এখন
ইউটিউব।
>
>সম্প্রতি এক
গবেষণায় বলা হয়েছে,
ব্যবহারকারীরা নিজস্ব
অ্যাকাউন্টের মাধ্যমে
ভিডিও দেখা এবং
আপলোডের সুবিধা পান
বলেই ইউটিউব এত
জনপ্রিয়তা পেয়েছে।
>
>একই সাথে পছন্দের
শিল্পীদের মিউজিক
ভিডিও দেখার সুযোগ
পান বলেও ইউটিউবে
নিয়মিত সময় কাটান
ব্যবহারকারীরা।
>
>একটি অ্যাকাউন্টের
মাধ্যমেই বিশ্বজুড়ে লাখ
লাখ মানুষের কাছে
পৌঁছে যাওয়া যায়।
>
>এ
কারণেই ইউটিউব এত
জনপ্রিয় বলে অভিমত,
ফিনল্যান্ডের আল্টো
বিশ্ববিদ্যালয়ের একদল
গবেষকের।
>
>গবেষণায় গবেষকরা
দেখেছেন, ইউটিউবে
সবচেয়ে জনপ্রিয়
কনটেন্টের মধ্যে রয়েছে
মিউজিক ভিডিও।
>
>ব্যবহারকারীদের
ভিডিও
দেখা এবং
শেয়ারিংয়ের কার্যক্রম
পর্যালোচনা করে এই তথ্য
দিয়েছেন গবেষকরা।
>
>এ ছাড়া জনপ্রিয়
গানগুলো নিয়ে অনেক
ব্যবহারকারী নিজেরা
নতুন মিউজিক ভিডিও
তৈরি করে শেয়ার
করেন।
>
>সে কারণেও
বারবার ওই গান এবং
ভিডিওগুলো দেখা হয়।
>
>বিশেষ করে জনপ্রিয়
গানের মিউজিক ভিডিও
হলে সেটা অন্যান্য
সামাজিক মাধ্যমে
শেয়ারও বেশি হয়,
যেখান থেকে অনেক
ব্যবহারকারী ইউটিউবে
আসেন।
>
>গবেষকদলের প্রধান
লাসি এ লিক্কানেন
বলেন, ‘এই ধরনের
গানগুলো
ব্যবহারকারীরা
নিজেদের
আগ্রহেই খুঁজে
নেন এবং বাকিদের
সাথে সেটা শেয়ার
করেন।
>
>এ জন্য
সংগীতপ্রেমীদের
কাছে
ইউটিউবের
জনপ্রিয়তা সবচেয়ে
বেশি’।
>
>গানের কথার
গ্রাফিকসসহ ভিডিও
কিংবা মিউজিক
ভিডিও এগুলো
ইউটিউবের সবচেয়ে
জনপ্রিয় কনটেন্ট।
>
>গবেষকদলের সহ-গবেষক
আন্তি সালোভারা
বলেন, ‘আমরা
পর্যালোচনা করে
দেখেছি, তিন ধরনের
মিউজিক ভিডিও মানুষ
ইউটিউবে বেশি খুঁজে
থাকে।
>
>প্রচলিত বা
জনপ্রিয়,
ব্যবহারকারীদের
পছন্দ
অনুযায়ী এবং হঠাৎ
পেয়ে যাওয়া ভিডিও।
গবেষকরা জানিয়েছেন,
শুধু গান শোনার জন্যও
ব্যবহারকারীরা ইউটিউব
ব্যবহার করেন।
>
>কারণ
গানের ক্ষেত্রে
ইউটিউবের ভাণ্ডার বেশ
সমৃদ্ধ।
>
>এর কারণ
শিল্পীদের পাশাপাশি
ব্যবহারকারীরাও
জনপ্রিয়
গানগুলোর
ভিডিও আপলোড করেন।
>
>কখনো কখনো লাইভ
পারফরম্যান্সের ভিডিও
দেওয়া থাকে। একটি
গানের অনেকগুলো
সংস্করণ পাওয়া যায়
বলেই ইউটিউব এত জনপ্রিয়। সূত্র: এনটিভি
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (January 24, 2021)
|
81 Views
|