بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আজকে অনেকদিন পর নতুন একটি পোস্ট করতে বসলাম।
>
>তাহলে দেরি না করে শুরু করা যাক।
>
>আমরা অনেক দিন ধরে শুনে আসছি যে চালকবিহীন গাড়ি আসবে রাস্তায়।
>
>কিছুদিনের মধ্যে থেকেই রাস্তায় চলতে ফিরতে দেখা যাবে চালকবিহীন গাড়ি।
>
>এবং এগুলো গাড়ির পুরোপুরি নিরাপদ।
>
>এগুলো গাড়িতে কখনো রোড এক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটবে না।
>
>শুধুমাত্র মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে গাড়ির ভিতর চুপচাপ বসে থাকে কম্পিউটারের মাধ্যমে।
>
>এই গাড়ির মাধ্যমে আপনি যখন যেখানে যেতে চাইবেন সেখানে আপনাকে নিয়ে যাবে।
>
>তো দেরি না করে মূল পোস্টের দিকে যাওয়া যাক।
>
>চীনের রাস্তায় নামছে চালকবিহীন
গাড়ি।
>
>এখন চাইলেই
যেকোনো জায়গায় যাবে
চালকবিহীন এই
রোবোট্যাক্সি।
>
>অনেক পরীক্ষা-
নিরিক্ষার পর
‘অটোএক্স’ নিয়ে
এসেছে চালকবিহীন
এই পরিবহন সেবা।
>
>চীনের শেনজেন
অঞ্চলে এরইমধ্যে শুরু
হয়েছে পাইলট
কর্মসূচি।
>
>আর এই
কর্মসূচিতে যোগ
দিতে হলে
আগ্রহীদেরকে প্রথমে
সাইন আপ করে নিতে।
>
>এরপর সদস্য ক্রেডিট
কার্ড ব্যবহার করে
নেওয়া যাবে এই
সেবা।
>
>চালকবিহীন
গাড়িটি মূলত
পরিবর্তিত ‘ক্রাইসলার
প্যাসিফিয়া’।
>
>ব্যবহারকারীর
সামনে কোনো
চালক ছাড়াই এসে
হাজির হবে
গাড়িটি।
>
>তারপর
তাকে নিয়ে পৌঁছে
দেবে গন্তব্যে।
>
>অটোএক্স এক ডেমো
ভিডিওতে
দেখিয়েছে, তাদের
চালকবিহীন গাড়ি
কিভাবে রাস্তায়
চলে এবং ট্রাফিক
সিগনাল মেনে চলে।
>
>চালকবিহীন
গাড়িটি আশপাশের
পরিবেশ বুঝতে
‘লাইডার’, ‘রেডার’
এবং ‘ব্লাইন্ড স্পট
সেনসিং’ প্রযুক্তির
সমন্বয় ব্যবহার করে।
>
>প্রযুক্তিবিষয়ক সাইট
এনগ্যাজেটের
প্রতিবেদনে উঠে
এসেছে, পুরোপুরি
চালকবিহীন
রোবোট্যাক্সি
গোটা বিশ্বে এখনও
দুর্লভ।
>
>এ ধরনের গাড়ি
রাস্তায় পুরোদমে
চালু হওয়ার আগে
পরিশোধিত প্রযুক্তি
ও আপডেটেড
নীতিমালার
সমন্বয়ের প্রয়োজন
পড়বে।
>
> তো এই ছিল বিস্তারিত।
>
>ধন্যবাদ মনযোগের সাথে আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
3 months ago (February 1, 2021)
|
36 Views
|