بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

>নতুন
বছরে গ্রাহকদের জন্য
একাধিক নতুন পলিসি নিয়ে
হাজির হচ্ছে Google। সেই সব
পলিসি 1 জুন, 2021 থেকেই
কার্যকরী হবে বলে জানা
গিয়েছে। আপনার Gmail
অ্যাকাউন্ট থেকে শুরু করে
Drive বা Google Photos যদি 2
বছরেরও বেশি সময় ধরে
ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে
এবার থেকে তা ডিলিট
করে দেবে Google।
Google Photos-এর আনলিমিটেড
স্টোরেজ যে আর গ্রাহকেরা
বিনামূল্য ব্যবহার করতে
পারবেন না, দু’দিন আগেই
তা জানিয়েছে Google। সে
দিনই সংস্থার তরফে
পরিষ্কার ভাবে জানিয়ে
দেওয়া হয়েছিল, যে সব
ইউজারেরা Gmail, Drive
(Google Docs, Sheets, Slides,
Drawings, Forms এবং Jamboard
files) এবং Google Photos
দু’বছরেরও বেশি সময় ধরে
ব্যবহার করেননি, তাঁদের
সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করা
হবে।
এই টেক জায়ান্টের তরফে
বিবৃতি জারি করে বলা
হয়েছিল, ‘আপনার স্টোরেজ
লিমিট যদি দু’বছরেরও
বেশি সময় ধরে অব্যবহৃত বা
শেষ হয়ে যায়, তাহলে Gmail,
Drive এবং Photos ডিলিট
করা হবে।’ যদিও সংস্থার
তরফে সতর্কীকরণ বার্তা
হিসেবে বলা হয়েছে যে,
এই নতুন পলিসি কার্যকর
হওয়ার আগে প্রত্যেক
ইউজারের কাছে ই-মেল
মারফত অ্যালার্ট করা হবে।
Google আরও বলছে, ‘আপনার
অ্যাকাউন্ট অ্যাক্টিভ
রাখার সবথেকে সহজতর উপায়
হল, মাঝেমধ্যেই Gmail, Drive
এবং Google Photos ভিজিট
করুন। ওয়েব হোক বা
মোবাইল থেকেই
ইন্টারনেট কানেক্ট করে
Gmail-এ প্রায়শই লগ ইন করুন।
অদরকারি মিডিয়া, ফাইলস
এবং মেইল পারলে ডিলিট
করুন।’
আরও পড়ুন: অজান্তেই ডিলিট
হতে পারে জরুরি ফাইল!
আপনার Google Photos-এর
স্টোরেজ- তথ্য
এ ছাড়াও Google-এর তরফে আরও
জানানো হয়েছে যে,
ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট
ম্যানেজার ইউজারদের
বিশ্বাসযোগ্য কন্ট্যাক্টসের
কাছে আপনার অ্যাকাউন্ট
সংক্রান্ত জরুরি সব বার্তাই
পৌঁছে দেবে, যদি আপনার
কোনও Google অ্যাকাউন্ট 3-18
মাসের ব্যবধানে
ইনঅ্যাক্টিভ থাকে।
>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 12, 2021)
|
132 Views
|