بسم الله الرحمن الرحيم
আপনি আমাকে টাচ করবেন
না।
করলে কিন্তু আমি কান্না
করবো।
: ওকে।
তাও কান্না করতে হবে না।
এই যে,
আপনি কিন্তু আমাকে আমার
অনুমতি ছাড়া টাচ করবেন
না।
: মানে কি, বুঝলাম না।
: বুঝতে হবে না।
এখন একটু সরে বসেন, আমি
ঘুমাবো।
এভাবে বিছানার
মাঝখানে বসে থাকলে আমি
ঘুমাবো কি ভাবে।
. : শোনেন আমি আপনার ৫
বছরের ছোট।
তাই আমাকে আপনি বলবেন
না।
আমাকে আপনি তুমি করে
বলবেন।
আর আমি আপনাকে আপনি করে
বলবো।
: কেনো এমনটা হবে।
হয় দুজনে তুমি বলবো না হয়
আপনি।
: দেখুন কথা না শুনলে কিন্তু
কান্না করবো।
: কি আজব,,,, কথায় -কথায়
কাদতে হবে নাকি।
: না।
আগে বলেন রাজি কিনা।
: ওকে,রাজি।
তুমি ঘুমাবে না।
: শোনেন আজ রাতে আমি
আপনি কেউ ঘুমাবো না।
: কেনো।
: আমি না সারা জীবন কোন
প্রেম করিনি।
সব সময় ভেবেছি,যাকে
বিয়ে করবো, তার সাথেই
প্রেম করবো।
আর যত দিন তাকে ভালবাসতে
পারবো না তত দিন তাকে
টাস করতে দিব না।
: ওহহ আচ্ছা।
এর সাথে না ঘুমানোর কি
কারণ বুঝলাম না।
: আপনি আজ ঘুমাবেন না।
আজ সারা রাত আপনার সাথে
গল্প করবো।
: কি গল্প।
. : আমার বরকে নিয়ে আমি যত
স্বপ্ন দেখছি,,,,সেই গল্প।
: এমা,,,,, আমি না আজ খুব ক্লান্ত।
কাল গল্প করি।
: না,,,,, আজকেই।
আপনি ঘুমালে কিন্তু আপনার
গায়ে পানি ঢেলে
দিবো।
: কয় কি (এই শীতের রাতে) ।
না থাক তার চেয়ে বরং গল্প
করি।
বলো কি বলবে।
: আপনি তো আচ্ছা বরিং
মানুষ।
কথা বলতেও পারেন না ঠিক
ভাবে।
আমার নাম জিজ্ঞেস করেন।
. : ওহহ আচ্ছা তোমার নামতো
রাইসা,তাই না।
: আরে ধুর এভাবে কি কেউ
জিজ্ঞেস করে।
: তাহলে কি ভাবে জিজ্ঞেস
করে।
: বলবেন,,,, তোমার নাম কি।
: কিন্তু আমি তো তোমার
নাম জানি।
: ইহহহহ,,,,, আপনাকে কিন্তু ।
যা বলতে বলছি তাই বলেন।
: ওকে,,,, তোমার নাম কি?
: আমি রাইসা।
: কিসে পড়ো?
: অনার্স ২য় বর্ষ।
: আর কি?
: ধুর ছাই,,,, কি বরিং মানুষ
আপনি।
: আবার কি করলাম।
: ওকে আপনার প্রশ্ন করতে হবে
না।
আমি নিজে থেকেই বলছি।
: যানেন আমার সব ফ্রেন্ড রা
রিলেশন করতো।
কিন্তু আমি করতাম না।
: কেনো।
: কারণ আমি আমার বরের দুষ্ট
মিষ্টি বউ হতে চাইছি সব
সময়।
: কি রকম।
: আমি সব সময় চাইছি,,,, আমার
সব ভালোবাসা আমি আমার
বরকে দিবো।
আর ওকে খুব জ্বালাবো।
: কি রকম?
: জানেন আমার চাহিদা
গুলো খুব সামান্য।
আমার বাড়ি, গাড়ি, ভালো
পোশাক, দামি ফার্নিচার
কিছুই চাইনা।
: তাহলে কি চাই।
: রোজ সকালে আপনি যখন
অফিসে যাবেন, তখন আমার
কপালে একটা চুমু দিবেন।
: আর।
: দুপুরে খাবার আগে
যেখানেই থাকেন, আমাকে
একটা কল দিবেন।
না হলে আমি না খেয়েই
থাকবো।
: ওকে দিবো। আর।
: অফিস থেকে ফেরার সময়
আমার জন্য, চকলেট, আইসক্রিম,
ফুসকা, কিছু না কিছু আনতে
হবে।
: আর। . : যদি কখনো ভুলে যান
তবে আবার বাইরে পাঠাই
দিবো।
: ওকে আনবো। আর।
: ভালবাসা দিবস, মেরেজ
ডে, সহ সব ভালো-ভালো
দিনে আমায় নতুন করে প্রপোজ
করতে হবে।
কিন্তু কোন ফুল দেওয়া যাবে
না।
: এটা কেমন কথা।
: জী এমনি কথা।
: আর। : আমার কুয়াশা, চাদনী
রাত, ঠান্ডা খুব ভালো
লাগে।
তাই মাঝে-মাঝে ঘুরতে
নিয়ে যেতে হবে।
ব্যস্ত থাকলে বলবো না। :
ওকে। . : মাঝে-মাঝে চাদনী
রাতে, বেল কোনিতে বসে
এক কাপে দুজন কফি খাবো।
: এক কাপে কেন?
: হুম এক কাপেই খাবো।
: ওকে, আর : মাঝে-মাঝে
বৃষ্টির রাতে ছাদে গিয়ে
দুজন ভিজবো।
আর তুমি কদম ফুল দিয়ে আমায়
প্রপোজ করবে।
: এই শহরে কদম ফুল কই পাবো।
: আমি জানি না।
আর রাগ করলেও কদম ফুল দিয়ে
রাগ ভাঙ্গাতে হবে।
: এটাতো রিতিমত টর্চার।
সারা বছর কদম ফুল কই পাবো।
: আমি জানি না।
: আচ্ছা অন্য ফুলের কথা বলো।
: না। কদম ফুল না দিতে
পারলে আমায় কোলে নিতে
হবে।
যতখন মন ভালো হয়নি ততখন
কোলে নিয়ে থাকতে হবে।
: এই ৪৮ কেজির বস্তা কোলে
নিলে আমি বাচবো।
. : আমি জানি না।
কদিন পর আরো মোটা হবো।
তবুও কোলে নিতে হবে।
: বলেকি।
প্রথমের গুলাইতো ভালো
ছিল।
: সব গুলাই ভালো, কোলে
নিবে কিনা বলেন।
: ওকে বাবা নিবো।
: শোনেন।
: হুম বলো।
: আপনার এই বোকা-বোকা
চশমাটা একটু খুলবেন।
: কেনো।
: আপনাকে দেখবো।
এত মোটা ফ্রেমের চশমা
পড়েন, এখনো ভালো করে
আপনাকে দেখি নাই।
: আচ্ছা আমি ঘুমাবো,,,, কাল
কথা হবে গুড নাইট।
. . : এই যে শোনেন এখানে
তো একটা বালিশ, আমি
কোথায় ঘুমাবো।
: আমার বুকের উপর।
: মানে?
: তোমার যেমন আমাকে
নিয়ে অনেক স্বপ্ন।
ঠিক তেমন তোমাকে নিয়ে
আমার একটা স্বপ্ন।
আমার বউ সব সময় আমার বুকে
মাথা দিয়ে ঘুমাবে।
সারদিন যত রাগ ঝগড়াই হোক
, রাতের বেলা যেন কেউ
কখনো অন্যজনকে ছাড়া না
ঘুমাতে পারে
1 year ago (January 12, 2021)
|
142 Views
|
Nice Dost