প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
সাইটম্যাপ হল কোন একটি ওয়েবসাইট এর মানচিত্র। এটি search engine কে বলে সেয় এই সাইটটি কি সম্পর্কিত এবং এই সাইটের কোথায় কি আছে। াইটম্যাপ কি? যেমন ধরুন- আপনাকে বাংলাদেশে যেতে হবে, এখন আপনার হাতে যদি বাংলাদেশের একটি মানচিত্র দেয়া হয় তাহলে আপনি সহজেই বুঝে যাবেন যে, কোথায় ঢাকা, কোথায় কুমিল্লা ইত্যাদি। ঠিক এই রকম ভাবে সাইটম্যাপ ও সার্চ ইঞ্জিন কে বলে দেয় আপনার সাইটের কোথায় কি আছে। এই জন্যই একটি সাইট এর জন্য সাইটম্যাপ তৈরি করা গুরুত্বপূর্ণ। কারন আপনার সাইটের একটি সাইটম্যাপ থাকলে আপনি সহজেই সার্চ ইঞ্জিন কে বুঝিয়ে দিতে পারবেন আপনার সাইটের কোথায় কি আছে এবং এতে করে সার্চ ইঞ্জিন অতি সহজেই আপনার সাইট সম্পর্কে একটি স্পষ্ট ধারনা পাবে এবং এতে করে আপনার সাইটটি বিশ্লেষণ করা খুব সহজ হবে।তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
13 Like |
Jan 23, 2021 | No Comments | 157 Views
Jan 14, 2021 | No Comments | 195 Views
Jan 13, 2021 | No Comments | 148 Views
Jan 13, 2021 | No Comments | 151 Views