স্কুল-মিটিংয়ের-হাসির-ঝড়

School-meeting-laughter

স্কুল-মিটিংয়ের-হাসির-ঝড়

আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। টিপস্ট্রিকবিডি এর সাথে অবশ্যই ভালো থাকবে ইনশাল্লাহ।

 আজকে একটা গল্প বলি????

### স্কুল মিটিং হাসির ঝড়

স্কুলের প্যারেন্ট-টিচার মিটিং। শিক্ষক মিস্টার আহমেদ, ছাত্র রিয়াদ এবং তার বাবা মিস্টার খান একসাথে বসেছেন। রিয়াদের পড়াশোনা নিয়ে আলোচনা, কিন্তু কথোপকথনটা হয়ে উঠলো একটা সার্কাস শো! সবাই হাসতে হাসতে পেট চেপে ধরছে।
শিক্ষক আহমেদ: "রিয়াদ, তোমার হোমওয়ার্ক দেখে মনে হয় তুমি ইতিহাসের বদলে কার্টুন লিখছ! মুঘল সাম্রাজ্যের পরিবর্তে কেন লিখলে 'আকবর সাহেব সুপারহিরো হয়ে উড়ে গেলেন'?"
ছাত্র রিয়াদ: "স্যার, আমি ভাবলাম ইতিহাসকে সুপারহিরো মুভি বানাই! আপনি বলেছিলেন 'ক্রিয়েটিভ হও'। তাই আকবরকে কেপ পরিয়ে দিলাম। পরেরবার হুমায়ুনকে স্পাইডারম্যান করব!"
অভিভাবক খান: "হাহাহা, স্যার, রিয়াদ তো আমার মতোই পাগল। আমি ছোটবেলায় গণিতের উত্তরে লিখতাম 'যোগফল হলো একটা জ্বীনের বোতল'! কিন্তু বলুন তো, ওকে কীভাবে সোজা করব? ও তো ফোন দেখে বলে 'স্যার, চ্যাটজিপিটি সব জানে, আমি কেন মাথা খারাপ করব?'"
শিক্ষক আহমেদ: "আরে মিস্টার খান, তোমার ছেলে ক্লাসে বলে 'স্যার, আপনার লেকচারটা টিকটকে আপলোড করুন, আমি ১৫ সেকেন্ডে দেখে নেব!' আমি তো ভাবি, আমি শিক্ষক না ইনফ্লুয়েন্সার?"
ছাত্র রিয়াদ: "স্যার, সত্যি বলছি, আমি ক্লাসে সুপার অ্যাকটিভ! গতকাল তো প্রশ্ন করলাম 'স্যার, ডাইনোসররা কেন স্কুলে যায়নি? কারণ তারা 'এক্সটিংক্ট' হয়ে গেছে, আর স্কুলে তো 'অ্যাটেন্ডেন্স' লাগে!'"
অভিভাবক খান: "হাহাহাহা, স্যার, ওকে না মারব, বরং কমেডি শোতে পাঠাব। কিন্তু মার্কস কীভাবে বাড়াব? আমি তো ওকে বলি 'পড়, না হলে তোর মতো বাবা হয়ে যাবি – সারাদিন হাসতে হাসতে!'"
শিক্ষক আহমেদ: "চিন্তা নেই, রিয়াদ স্মার্ট, শুধু ফোকাস দরকার। কিন্তু পরেরবার হোমওয়ার্কে সুপারহিরো না, সত্যি ইতিহাস লিখো – না হলে আমি তোমাকে 'হিস্টরি চ্যানেল' বানিয়ে দেব!"
সবাই হাসতে হাসতে টেবিলে মাথা রেখে দিল। এমন মিটিং স্কুলকে কমেডি ক্লাব করে তোলে!

আজকের মত এটুকুই। দেখা হবে অন্য কোন লেখার মাধ্যমে। আশা করি আন্তর্জাতিক টিপারবিডি এর সাথে থাকবে